সারাদেশ

কিশোরগঞ্জে ইউএনও’র গাড়িতে হামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করেছেন হরতাল পালনকারীরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, শনিবার বিকালে শারীরিক অসুস্থতা নিয়ে কিশোরগঞ্জে চিকিৎসকের কাছে আসেন।

চিকিৎসা শেষে সার্কিট হাউসে রাতযাপনের পর সকাল সাড়ে ৬টার দিকে নিজ কর্মস্থলে ফিরে যান।

করিমগঞ্জ বালিখলা এলাকায় ইউএনওকে পৌঁছে দিয়ে গাড়িটি পুনরায় কিশোরগঞ্জে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পেছন দিক থেকে ঢিল ছুড়ে মারা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হননি।

এ ছাড়া শহরের পুরাতন থানা লেভেল ক্রসিং এলাকায় জেলা সরণি মোড়, বটতলাসহ বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষিপ্তভাবে ওইসব এলাকায় যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button