আন্তর্জাতিক

ইসরায়েলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় মার্কিন রণতরী

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে ‘লৌহ কঠিন’ সম্পর্কের প্রতিশ্রুতি হিসেবে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন। খবর আলজাজিরা ও দ্য গার্ডিয়ান।

গত ৭ অক্টোবর সকালে হামাসের আক্রমণের পরপরই দ্রুত বন্ধু দেশের প্রতি সমর্থন জানায় ওয়াশিংটন। ওই সময় ইসরায়েলের উপকূলের কাছে পাঠানো হয় ভূমধ্যসাগরে থাকা রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও অন্যান্য যুদ্ধযান। এবার সেই দলে যোগ দিল ইউএসএস ক্যারিয়ার ডোয়াইট আইজেনহাওয়ার।

শনিবার (১৪ অক্টোবর) লয়েড এক বিবৃতিতে জানান, ইসরায়েল-হামাসের এ সংঘাত বাড়িয়ে তুলতে চাওয়া যেকোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় কুশলীদের নিবৃত্ত করতে রণতরী পাঠানো হয়েছে।

আরো বলা হয়, ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধের’ অংশ হিসেবে দুটি বিমানবাহী রণতরী ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। এরই মধ্যে বিমানবাহিনীর স্কোয়াড্রন তিনটি মোতায়েন করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে এবং অন্য দেশগুলোকে সংঘাত না বাড়াতে সতর্ক করেছে।

এদিকে বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। গত ১২ অক্টোবর সফরের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সফরের পরের গন্তব্য ছিল জর্ডান, কাতার, বাহারাইন, সৌদি আরব ও মিসর।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button