গাজীপুর

কালীগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় ‘গণপিটুনিতে’ নিহত ১

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে যাত্রীবেশে ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে দুই ছিনতাইকারী। পরে নেশা জাতীয় দ্রব্য প্রয়োগ করে চালককে অচেতন করে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয় এক ছিনতাইকারী। একপর্যায়ে উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে গণপিটুনি দিলে দেলোয়ার হোসেন (৬০) নামে আটক ছিনতাইকারীর মৃত্যু হয়। সে সময় ছিনতাইকারীর সহযোগী পালিয়ে যায়।‌

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে নাগরীর মঠবাড়ি এলাকা থেকে নিহত ছিনতাইকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ছিনতাইকারী দেলোয়ার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১০টি মামলা রয়েছে।

অচেতন অটোরিকশা চালক পানজোড়া এলাকার হাশেমের ছেলে নয়ন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার এক সহযোগীসহ নয়নের অটোরিকশায় চড়ে। একপর্যায়ে তারা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে চালক নয়নকে অচেতন করে দড়িপাড়া এলাকায় সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। সে সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে দেলোয়ারকে আটক করতে পারলেও তার সহযোগী পালিয়ে যায়।‌ কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। সে সময় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে দেলোয়ারকে গণপিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। গণপিটুনির একপর্যায়ে দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাকে মঠবাড়ি এলাকায় সড়কের পাশে ফেলে রাখে স্থানীয়রা। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মৃত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

আরো জানতে…….

কালীগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button