কালীগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।
গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হলো, ময়মনসিংহের ত্রিশাল থানার বীর রামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইমান আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪), গুজিয়াম চকপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম ওরফে ভুট্টু (৩৫), একই এলাকার মৃত আদম আলী ওরফে আলাল ডাকাতের ছেলে শফিকুল ইসলাম ওরফে লুৎফর (৪৫) এবং ভালুকার ভান্ডাব টানপাড়া এলাকায় আঃ সালামের ছেলে শাহীন (২০)। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে পুলিশ সংবাদ পায় নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারের দক্ষিন-পূর্ব পাশে দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত প্রস্তুতি নিয়ে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। পরবর্তীতে উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মধুসূদন পান্ডের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। সে সময় ডাকাত দলের চারজনকে গ্রেপ্তার করা হয়। অজ্ঞাত আরো ৬/৭ জন পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে সাদ্দাম হোসেনের কাছ থেকে ১টি দা ও ৮০ পিস ইয়াবা, শহিদুল ইসলামের কাছ থেকে ১টি দা ও ১৫ পিস ইয়াবা, শফিকুল ইসলামের কাছ থেকে ১ টি কাটার ও ৫ পিস ইয়াবা এবং শাহীনের কাছ থেকে ১টি কাটার ও ৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্থানীয় রাজিব মিয়া ও সুরুজ ওরফে সবুজসহ অজ্ঞাত আরো ৫ জন সহযোগী তাদের সঙ্গে ছিল। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী। বিভিন্ন জেলায় ডাকাতি ও মাদক ব্যবসা পরিচালনা করাই তাদের পেশা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনা উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মধুসূদন পান্ডে বাদী হয়ে মামলা দায়ের করেছে। শনিবার গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় জানা গেছে গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি, শহিদুল ইসলামের বিরুদ্ধে ৮টি, শফিকুল ইসলামের বিরুদ্ধে ৩টি, এবং শাহীনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
আরো জানতে………….
কালীগঞ্জে মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত : হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩
কালীগঞ্জে যুবলীগ নেতার অফিসে মাদকের আসর, ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার!
কালীগঞ্জে যুবলীগ নেতার অফিসে মাদকের আসর, ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার!
কালীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেপ্তার ১
কালীগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেফতার
কালীগঞ্জে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেফতার ৪
কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মদ তৈরীর উপকরণ ও চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১
কালীগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান: ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আটক