রাশিফল

ব্যবসায় সুসময় কর্কট, তুলা, ধনুর, মীনের, ক্ষতির সম্ভাবনা বৃষ ও সিংহের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
মানসিক শান্তি ফিরে পেতে পারেন। ব্যবসায়ে ঝুঁকি নিতে পারেন। প্রেম শুভ। আর্থিক যোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল–২১ মে)
ব্যবসায় সাময়িক ক্ষতি। কর্মে প্রতারিত হতে পারেন। প্রেমে বিবাদ। কর্ম চিন্তা। ধর্মে মনোনিবেশ।

মিথুন: (২২মে–২১ জুন)
আত্মীয়র সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। বাসায় ধার্মিক কাজে ব্যয় বাড়তে বাড়ে। প্রেম নিয়ে সাবধানতা।

কর্কট: (২২ জুন–২২ জুলাই)
বিপদের থেকে মুক্তি পেতে পারেন। ভ্রমণের পরিকল্পনা। ব্যবসায় ভাল সময় আসতে পারে। ধার্মিক পরিকল্পনা।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
অংশীদারি ব্যবসায় ক্ষতি হতে পারে। কর্মে বাধা আসতে পারে। বন্ধুদের সঙ্গে ভোজনবিলাস। যাত্রাযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
অপরের আচরণ মন কষ্ট দিতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি। পাওনা অর্থ আদায় হবার সম্ভাবনা কম।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
গভীর চিন্তা। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি। ব্যবসায় বাড়তি বিনিয়োগ। ভ্রমনের পরিকল্পনা। প্রেমযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমে বিবাদ। মনকষ্ট বাড়তে পারে। ব্যবসায় মন্দার জন্য সঞ্চয় কম। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা।

ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
কর্মে যোগাযোগ বাড়তে পারে। ব্যবসায় আনন্দ। বাড়তি ব্যয় বাড়তে পারে। প্রেমে আনন্দ বৃদ্ধি।

মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
মানসিক আনন্দ। কাজের জন্য উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা। পেটের সমস্যা বৃদ্ধি।

কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
ধার্মিক কাজে মন আনন্দ। শত্রুতা কমতে পারে। পাওনা আদায় হতে পারে। প্রিয়জনের থেকে উপকার প্রাপ্তি।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
কর্মে সাফল্য আসতে পারে। সুন্দর সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা আছে। ব্যবসায় আয় বৃদ্ধি। ভ্রমণের জন্য আলোচনা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button