কালীগঞ্জে এবার ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে এবার নাগরীর মাটির ঘর রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা থেকে ২০ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলো, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পানজোড়া দক্ষিন পাড়া এলাকার মোঃ সামসুদ্দিন শেখের ছেলে আঃ কুদ্দুস শেখ (৩৪) এবং নেত্রকোনার কেন্দুয়া থানার রামনগর পূর্ব পাড়া এলাকার জিন্নাহ মিয়ার ছেলে রাজু মিয়া (২৩)। সে পানজোড়া সিকদার বাড়ি এলাকায় বসবাস করে।
জানা গেছে, এক সপ্তাহ আগে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের রাজনগর এলাকা থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিসে অভিযান চালিয়ে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ এনামুল ভূঁইয়া নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর রাতে পুলিশ তথ্য পায় পানজোড়া মাটির ঘর রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় সড়কে কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন-ক্রয় বিক্রয় করছে। পরে রাত ৯টার দিকে উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মধুসূদন পান্ডের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে পৌঁছে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আঃ কুদ্দুস শেখ ও রাজু মিয়াকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে আঃ কুদ্দুস শেখের এক পোটলা (১৫০ গ্রাম) হেরোইন এবং রাজু মিয়ার কাছ থেকে এক পোটলা (৫০ গ্রাম) হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। পরবর্তীতে এ ঘটনায় রোববার (১ অক্টোবর) উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মধুসূদন পান্ডে বাদী হয়ে তাদের দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন {মামলা নম্বর ১(১০)২৩}। উদ্ধার হওয়া ২০০ গ্রাম হেরোইনের বাজার মূল আনুমানিক ২০ লাখ টাকা।
সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আ: আলীম বলেন, গ্রেপ্তার দুই আসামিকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে…………
কালীগঞ্জে যুবলীগ নেতার অফিসে মাদকের আসর, ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার!
কালীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেপ্তার ১
কালীগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেফতার
কালীগঞ্জে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেফতার ৪
কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মদ তৈরীর উপকরণ ও চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১
কালীগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান: ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আটক