গাজীপুর
জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে শাহিনুর আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহিনুর পাবনার চাটমোহর থানার মস্তালিপুর এলাকার মো. ইসমাইল হোসেনের স্ত্রী।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, বিকেলে পাবনা যাওয়ার উদ্দেশে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে দাঁড়িয়েছিলেন শাহিনুর। এক পর্যায়ে ট্রেনটি ছেড়ে দেয়। পরে তিনি দৌড়ে চলন্ত ট্রেনে উঠতেছিলেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।