গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকার মালিবাগ মোড়ে হাতবোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনায় আহত ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার ভাবলী (২৮) এবং রিকশা চালক লাল মিয়াকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশেদা বাঁ পায়ে এবং লাল মিয়ার মাথায় জখম হয়েছে বলে ট্রাফিক সার্জেন্ট এনামুল হক জানিয়েছেন।
তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাশেদা দায়িত্বরত ছিলেন। কে বা কারা হাতবোমা নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়।
পরে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
লিংক কপি হয়েছে