আলোচিতজাতীয়ধর্মশিক্ষা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে একাধিক সংগঠন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা।

সকাল সাড়ে ৯টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা। এর আয়োজক আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া। শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় ঘুরে আবারো সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয় সড়ক প্রদক্ষিণ।

শোভাযাত্রা আয়োজন করেছে অঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট। গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে সংগঠনটি। আরো কয়েকটি সংগঠন রাজধানীর কাওরান বাজারসহ অন্যান্য এলাকায় শোভাযাত্রা নিয়ে বের হয়।

৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button