গাজীপুর
কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মে) কালীগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ময়মনসিংহ ডিভিশনের ডেপুটি ম্যানেজার মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর এরিয়া সেলস্ ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসাইন।
এছাড়া বসুন্ধরা সিমেন্টের কালীগঞ্জের সব ডিলার, অফিসার, রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদার এ ইফতার মাহফিলে অংশ নেন। শতাধিক মুসল্লির অংশগ্রহণে কালীগঞ্জ উপজেলার মুসসেফপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. অলিউল্লাহ বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক উন্নতি ও সারা বিশ্বের মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করেন।