গাজীপুরে তাকওয়া পরিবহনের বাসচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের নাওজোড় এলাকায় তাকওয়া পরিবহনের বাসচাপায় মুসা শেখ (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা শেখ সিরাজগঞ্জ সদর থানার চরখোসা বাড়ি গ্রামের মজিদ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এম এন্ড জে গ্রুপের জেনেসিস ফ্যাশন্স কারখানার সুইং কোয়ালিটি বিভাগের অডিটর হিসাবে কাজ করতেন।
জানা গেছে, শনিবার সকালে কারখানার উদ্দেশ্য বাসা থেকে বের হন মুসা শেখ। তিনি নাওজোড় এলাকায় পৌঁছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাসন থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক সংবাদ মাধ্যমকে বলেন, তাকওয়া পরিবহনের বাস চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।