গাজীপুর

কালীগঞ্জে দুই পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ পালিয়েছে নয় মামলার আসামি!

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে আমান আলী (৪০) ওরফে আমান উল্লাহ নামে এক আসামি হাতকড়া নিয়ে পালিয়েছে গেছে বলে তথ্য পাওয়া গেছে। পালিয়ে যাওয়া আসামীর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার উত্তরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাতক আমান আলী পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। সে মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মোট নয়টি মামলা রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক বেলা ১১টার দিকে আমান আলী তার বাড়িতে অবস্থান করছে এমন তথ্য পেয়ে দুই পুলিশ সদস্য আমান আলীকে আটক করতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। সে সময় আমান আলী পুলিশ সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে দুই পুলিশ সদস্য কিছুটা আহত হলেও আমান আলীকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে ঘটনাস্থলেই অবস্থান করতে থাকে। একপর্যায়ে আমান আলী হাতকড়া নিয়েই পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আমান আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন বলেন, ঘটনার বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অপর আহত পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, কালীগঞ্জ থানার একটি দস্যুতা মামলার দুই নাম্বার আসামি আমান আলী। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে গেলে সে আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হাতকড়াসহ পালিয়ে গেছে। ঘটনার পর আমরা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমান আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার সময় আহত অবস্থায় দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সময় তাঁরা দু’জন জানিয়েছেন আসামি গ্রেপ্তার করতে যাওয়ার পর তাদের উপর হামলা হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button