কানাডার শিখ নেতা হত্যায় ভারতকে দুষছে জাস্টিন ট্রুডো

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যায় ভারতের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি শিখমন্দিরের বাইরে হারদিপকে গুলি করে হত্যা করা হয়।
দেশটি বলছে, ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যায় ভারতীয় সরকারী এজেন্টদের যুক্ত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব পড়েছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অব কমন্সে এক জরুরী বিবৃতিতে বলেন, “কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের জড়িত থাকার বিষয়টি আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন।”
৪৫ বছর বয়সী হারদীপ সিং নিজ্জার ভারতের পাঞ্জাবে শিখদের স্বাধীন রাষ্ট্র খালিস্তানের সমর্থনে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাতেন। ভারত আগে হারদীপকে “সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল।
ট্রুডো বলেন, “স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা যেভাবে কাজ করে, এই ঘটনা (হরদীপ হত্যা) সেই মৌলিক নিয়মনীতির পরিপন্থী।”
জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে এ মাসের শুরুর দিকে ট্রুডো নয়াদিল্লি সফর করেছিলেন। তখনও এই বিষয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রুডো ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একই ধরনের অভিযোগ করেছিলেন। আর তার এই অভিযোগ তখনই পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে।
এর পরপরই কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি বলেন, “এ ঘটনার জেরে এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে অটোয়া। তিনি কানাডায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান ছিলেন।”
তবে অটোয়াতে ভারতীয় হাইকমিশন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে নয়াদিল্লি এমনিতেই অসন্তুষ্ট। তার ওপর নতুন এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। যার প্রভাব পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও।
কানাডার পরিসংখ্যান অনুসারে, কানাডার মোট ১.৫২ ট্রিলিয়ন কানাডিয়ান ডলারের ২০২২ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩.৭ বিলিয়ন (১০.২ বিলিয়ন ডলার)।
সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, “দিনের শুরুতে প্রধানমন্ত্রী ট্রুডোর করা অভিযোগের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”
ট্রুডো সরাসরি ভারতকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ করেননি। পররাষ্ট্রমন্ত্রী জোলিও সতর্ক ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, “অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে সেটি হবে অগ্রহণযোগ্য।”
ব্রিটিশ কলাম্বিয়ার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম আগস্টে জানায়, সন্দেহভাজনরা তিনজন ছিল, যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ভারতের পাঞ্জাবের বাইরে সবচেয়ে বেশি শিখ বাস করেন কানাডায়। ভারতে শিখদের বিষয়ে কানাডায় প্রতিবাদের ঘটনায় ভারত অসন্তোষ প্রকাশ করেছে।
কানাডার ৪০ মিলিয়ন নাগরিকের মধ্যে ১.৪ মিলিয়ন শিখ।
২০২১ সালের আদমশুমারিতে প্রায় ৭৭০,০০০ নাগরিক শিখ ধর্মের অনুসারী বলে জানান।
জননিরাপত্তা মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বলেছেন, “অটোয়ার উদ্বেগ তুলে ধরতে সম্প্রতি কানাডার সরকারের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ভারত সফর করেছেন।”