ঢাকার বিভাগীয় কমিশনার হলেন মোহাম্মদ জয়নুল বারী
গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জয়নুল বারীকে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বিভাগীয় কমিশনার রংপুর (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জয়নুল বারীকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কে. এম. তারিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
এর আগে এক আদেশে ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) কেএম আলী আজমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
(বিসিএস) ৯ তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জয়নুল বারী ২০১৮ সালের ২৯ আগস্ট রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। ১৯৯১ সালের ১৬ জানুয়ারি তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলেন। তার নিজ জেলা সিলেট।