অভিবাসী ঢল ঠেকাতে কঠোর হচ্ছে ইতালি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসী ঢল ঠেকাতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইতারি সরকার।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দেশটির একজন সরকারি কর্মকর্তা জানান, এখন থেকে দেশটিতে অনুপ্রবেশ করা অভিবাসীদের বেশি সময় আটক রাখা হবে এবং বৈধতা যাচাই করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইতালির লামপেদুসা দ্বীপে ১০ হাজার অভিযাবসী প্রবেশ করে। এতে করে তোপের মুখে পরেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত বছর অভিবাসী ঢল ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে মেলোনি বলেন, পূর্বে যেখানে অভিবাসীদের তিন মাস আটক রাখা যেত, এবার সেটি ৬ থেকে ১৮ মাস করা হবে। তিনি বলেন, `এই মুহূর্তে এটিই আমাদেরপদক্ষেপ। যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের বিষয়টা আমরা এই সময়ে খতিয়ে দেখবো।’
সরকারি সূত্র জানায়, মন্ত্রিসভায় এই প্রস্তাব কিছুক্ষণের মধ্যেই পাস হয়ে যায়। নতুন এই নীতির আওতায় প্রত্যন্ত অঞ্চলে আরও আটককেন্দ্র গড়ে তোলা হবে।
মেলোনি বলেন, ইতালিতে এই সক্ষমতা আরও বাড়াতে হবে। বছরের পর বছর ধরে চলা অভিবাসন নীতিতে এই কেন্দ্রগুলো দুর্বল হয়ে পড়েছে।
ইতালির আইন অনুযায়ী, অভিবাসীদের সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া না হলেও কিছুদিন আটক রাখা যায়। সেখানেই তাদের কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়। কর্মকর্তারা বলেন, বেশিরভাগ অভিবাসীই অর্থনৈতিক কারণে এসেছেন। ফলে তারা রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না।