গাজীপুরে মানব দেহের কঙ্কাল উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরীর গাছার কুনিয়াপাছর এলাকা থেকে মানব দেহের মধ্যাংশের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তবে কঙ্কালটি পুরুষ না নারীর তা শনাক্ত করা সম্ভব হয়নি।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, বিকেলে কুনিয়াপাছর এলাকার একটি জলাবদ্ধ ক্ষেতে ঘাস কাটতে যায় স্থানীয় এক ব্যক্তি। সে সময় তিনি পঁচা দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ক্ষেতের পাশে ময়লা আবর্জনায় পড়ে থাকা একটি চটের বস্তার ভেতর থেকে মানুষের একটি হাত বের হয়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে দুই হাত, বুকের পাজর ও মেরুদণ্ডসহ মানব দেহের মধ্যাংশ উদ্ধার করা হয়। দেহের অবশিষ্টাংশ উদ্ধারের জন্য ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তবে তা পাওয়া যায়নি।
এসআই সাখাওয়াত হোসেন আরো বলেন, উদ্ধার হওয়া দেহের প্রায় সবটুকু মাংসই পঁচে খসে পড়েছে। তাই উদ্ধার হওয়া অংশটি পুরুষের না নারীর তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দেহটি প্রায় ১৫/২০ দিন আগের।
উদ্ধারকৃত দেহাংশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।