‘ইউক্রেন যুদ্ধে ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ খরচ করেছে আমেরিকা’
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বাইডেন প্রশাসন ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে।
আমেরিকার এই অর্থ খরচের বিষয়ে রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটনের পদক্ষেপে শুধু যুদ্ধ দীর্ঘায়িত হবে, সমস্যার কোনো সমাধান হবে না। এরপরও আমেরিকা এই বিপুল অংকের অর্থ খরচ করেছে যার বড় অংশ ব্যয় হয়েছে অস্ত্র খাতে।
বিরোধী রিপাবলিকান দলের ৩০ জন সিনেটরের চিঠির জবাবে হোয়াইট হাউজের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বা ওএমবি’র পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিটি লিখেছেন ওএমবির পরিচালক শালান্দা ইয়ং এবং তা ফক্স নিউজের হাতে পড়েছে। ফক্স নিউজ আমেরিকায় রিপাবলিকান দলের অনেকটা মুখোপাত্রের ভূমিকা পালন করে থাকে। এই বিপুল অর্থ খরচের পক্ষে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের সমর্থন রয়েছে বলে শালান্দা ইয়ং দাবি করেন।
তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে যে অর্থনৈতিক সমর্থন দেয়া হয়েছে তা যুদ্ধক্ষেত্রে সফলতা আনতে ইউক্রেনের জন্য অপরিহার্য ছিল। তিনি দাবি করেন, ইউক্রেনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার জন্য লড়াই করছে।#