আন্তর্জাতিক

চুরি করা তেল-গ্যাসের জন্য আমেরিকার কাছে অর্থ দাবি করেছে সিরিয়া

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ভূখণ্ডে মার্কিন দখলদারিত্ব এবং দেশটির গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ লুটপাটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক। একই সাথে সিরিয়া অভিযোগ করেছে, মার্কিন সেনারা তেল এবং গ্যাস সম্পদ লুটপাট করেছে এবং এজন্য ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে হবে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ আলবেনিয়াকে লেখা এক চিঠিতে এই দাবি জানিয়েছে সিরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করে মার্কিন সেনারা সিরিয়ায় যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তার অবসান ঘটানোর জন্য দামেস্ক সরকার কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সংস্থাটির প্রতি আহ্বান জানায়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের কাছে দেশের প্রাকৃতিক ও জ্বালানি সম্পদ লুটের সম্ভাব্য যে হিসাব দিয়েছে তাতে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মার্কিন সেনারা ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের সম্পদ লুট করেছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button