গাজীপুর

কালীগঞ্জে মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে মূলগাঁও দারুল উলুম দাখিল মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে ইফরান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত ইফরান নরসিংদীর মাধবদী থানার খালপাড় এলাকার মুমিন মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম জানান, গত ৭ সেপ্টেম্বর কালীগঞ্জের মূলগাঁও এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে শিশু ইফরান। সোমবার দুপুরে ৪-৫ জন শিশুর সঙ্গে তার নানার বাড়ির পাশে মূলগাঁও দারুল উলুম দাখিল মাদ্রাসার পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইফরানকে মৃত ঘোষণা করেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button