গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইব্রাহীম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কিসমত রামপুর এলাকার মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বড়বাড়ী এলাকায় বাসা ভাড়া থেকে গাড়ির হেলপার হিসেবে কাজ করতো ইব্রাহীম। সকালে তিনি টঙ্গীর বিসিক এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এক পর্যায়ে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তরুণ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।