জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে চলমান জি-২০ শীর্ষ সম্মেলনস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রধানমন্ত্রীর কন্যা এবং অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদও সেলফির ফ্রেমে ছিলেন।
ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক অ্যাম্বাসেডরও সায়মা।
ছবিতে তিন জনকে হাসতে দেখা গেছে।
প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে জি-২০ দুই দিনব্যাপী শীর্ষ এই সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনস্থলে পৌঁছানোর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অন্যান্য বিশ্বনেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।