জাতীয়সারাদেশ

নতুন করে ভোটার হওয়ার সুযোগ পাবেন যারা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আগামী নির্বাচনকে সামনে রেখে এখনো নতুন করে ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সবার জন্য সেই সুযোগ থাকছে না। চলতি বছরের ২ মার্চের আগে ১৮ বছর হলেও যারা ভোটার হতে পারেননি তারা আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন।

তবে চলতি বছরের ২ মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের পর যাদের বয়স ১৮ বছর হয়েছে তারা আগামী জানুয়ারি মাসের আগে ভোটার হতে পারবেন না।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এই তথ্য জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, নতুন যারা ভোটার হবেন তারাও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, আইন অনুযায়ী প্রতিবছর ২ মার্চ আমরা ভোটারদের হালনাগাদ তথ্য প্রকাশ করে থাকি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আমরা ভোটার তালিকা প্রকাশ করেছি। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে যাদের ওই সময় (২ মার্চের আগে) ১৮ বছর হয়েছিল, কিন্তু বাদ পরেছেন। তারা ভোটার হতে পারবেন। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে তাদের ভোটার হওয়ার সুযোগ দেওয়া হবে।

এসময় এলাকা পরিবর্তন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, যদি কেউ তার ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেটাও আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে সম্পন্ন করতে হবে। তারাও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশের পর যাদের বয়স ১৮ বছর হয়েছে তাদের ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ভোটার হতে হবে বলে জানান ইসি সচিব।

নির্বাচন কমিশনের বিভিন্ন পদে নিয়োগ বা পদোন্নতির জন্য কমিটি গঠনের বিষয়ে ইসি সচিব বলেন, পদোন্নতি তো হয়েই গেছে আমাদের, যেটা বিধিতে আছে সেটা। এটা চলমান কাজ।

তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধিবিধানের আলোকে কমিটিগুলো গঠিত আছে, সেখানে নতুন কনসেপ্ট আছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button