বিশ্বনাথ উপজেলার নতুন ইউএনও শাহীনা আক্তার

নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহীনা আক্তার।
বুধবার (০৬ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। গত ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শাহীনা আক্তারকে (১৮২১৮) উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি ২০২০ সালের ০৯ জুন থেকে ২০২২ সালের ১৬ আগস্ট পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য: বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা শাহীনা আক্তার ২০১৮ সালের ৩ মে থেকে ২০২০ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০১৭ সালের ৯ মে থেকে ২০১৮ সালের ২ মে পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
শাহীনা আক্তারের নিজ জেলা ফরিদপুর।
আরো জানতে……
পদোন্নতি পেলেন কালীগঞ্জের এসি-ল্যান্ড শাহীনা আক্তার
কালীগঞ্জের নতুন এসি-ল্যান্ড শাহীনা আক্তার