
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানী ঢাকা থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরণের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রেলপথ মন্ত্রী বলেন, “ঢাকা থেকে চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালুর লক্ষ্যে ইতোমধ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন প্রবর্তনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইনের কাজ সম্পন্নের জন্য পরামর্শক নিয়োগের চুক্তিপত্র গত ১৬ জুলাই স্বাক্ষরিত হয়।”
তিনি বলেন, “২০২৪ সালের এপ্রিল নাগাদ সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটি শেষ হবে বলে আশা করা যাচ্ছে। সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটি শেষ হলে মূল বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে। মূল বিনিয়োগ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হবে।”
সূত্র: বাসস