আন্তর্জাতিক

সবচেয়ে উষ্ণতম শীত দেখল অস্ট্রেলিয়া

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনে প্রভাবে ব্যাপক বন্যা, দাবানল ও দাবদাহ দেখছে অস্ট্রেলিয়া। এবার সবচেয়ে উষ্ণতম শীতের রেকর্ডও গড়েছে দক্ষিণ গোলার্ধের দেশটি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) স্থানীয় আবহাওয়া ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

জুন থেকে আগস্ট অস্ট্রেলিয়ায় শীতের মৌসুম। প্রতিবেদন অনুসারে, ১৯১০ সালে অস্ট্রেলিয়ায় তাপমাত্রার নথিবদ্ধ শুরু হয়। এবারের শীতে গড় তাপমাত্রা ১৯৬১ থেকে ১৯৯০ সালের চেয়ে ১ দশমিক ৫৩ সেলসিয়াস ডিগ্রি বেশি ছিল। একই সময়ের তুলনায় শীতকালীন গড় বৃষ্টি ছিল ৪ দশমিক ২ শতাংশ কম। অবশ্য কিছু অংশে বৃষ্টির প্রবণতা বেশি ছিল।

দক্ষিণ গোলার্ধে অসময়ে গরম এল নিনোর আগমনের লক্ষণগুলোর একটি। আবহাওয়া ব্যুরো আগেই বলেছিল, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আবহাওয়ার ধরন বদলে যাবে।

এল নিনো চরম আবহাওয়ার সঙ্গে জড়িত। এ সময় দাবানল থেকে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ও দীর্ঘায়িত খরার মতো বিপর্যয় দেখা দেয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button