আন্তর্জাতিক

সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের জন্য প্রস্তুত করল রাশিয়া

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের যেকোনো স্থানে হামলায় সক্ষম অত্যাধুনিক সারমত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইয়ুরি বোরিসভ এ তথ্য দিয়ে বলেছেন, সারমত ক্ষেপণাস্ত্রগুলোকে ‘যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন’ করা হয়েছে।

বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, বিশেষজ্ঞদের ধারণা, আরএস-২৮ সারমত ক্ষেপণাস্ত্র ১০ টন ওজনের এমআইআরভি ওয়ারহেড দিয়ে বিশ্বের উত্তর বা দক্ষিণ মেরু—যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গতকাল শুক্রবার বলেছেন, সারমতকে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে, এমন তথ্য নিয়ে কথা বলার মতো অবস্থানে তিনি নেই।

রুশ প্রেসিডেন্ট পুতিন গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, সারমত ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য শিগগিরই প্রস্তুত করা হচ্ছে।

ইউক্রেনে আগ্রাসনের দুই মাস পর ২০২২ সালে পুতিন বলেছিলেন, সারমত বহির্বিশ্বের হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। যারা উত্তপ্ত বাগাড়ম্বরপূর্ণ কথা বলে আমাদের দেশকে হুমকি দেয়, তারাও এখন কথা বলতে “দুইবার চিন্তা” করবে।

রুশ কর্মকর্তারা বলছেন, সারমত হচ্ছে ভূগর্ভে সংরক্ষিত এমন একটি ক্ষেপণাস্ত্র, যা একসঙ্গে ১৫টি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। অবশ্য যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সারমত একসঙ্গে সর্বোচ্চ ১০টি ওয়ারহেড বহন করতে পারবে।
রাশিয়া ২০২২ সালের এপ্রিলে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button