গাজীপুর

গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কাশিমপুর কারাগারে সিটি কর্পোরেশনের ট্রাক : গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি : কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে ময়লা-আবর্জনা আনতে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের ট্রাক থেকে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কারারক্ষীরা। সে সময় ট্রাকচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।

জানা গেছে, ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রাম ট্রাক। এসময় কারারক্ষীরা দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে কারাগারের মূল ফটকে তল্লাশি না করেই ট্রাকটিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button