গণতন্ত্রকে খর্ব করার দায়ে সিয়েরা লিওনে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নির্বাচনে গণতন্ত্রকে খর্ব বা ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিদের ভিসা বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ এ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, দেশটির ২০২৩ সালের নির্বাচনসহ সিয়েরা লিওনে গণতন্ত্রকে ক্ষুণ্ন করার জন্য দায়ীদের জন্য যুক্তরাষ্ট্র ভিসা বন্ধ করবে।
ব্লিঙ্কেন বলেছেন যে এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে – যারা নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করেছে। এছাড়া নির্বাচনে কারচুপির জন্য যারা ভোটার, নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজ ও (বেসরকারি) বিভিন্ন সংস্থাকে ভয় দেখানোর জন্য দায়ী – তাদের ওপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এই ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধি-নিষেধের অধীন হতে পারে। যে ব্যক্তিরা সিয়েরা লিওনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে ২০২৩ সালের নির্বাচনের নেতৃত্বে আসবে তারা এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।