আন্তর্জাতিক

জার্মানিতে তিন বছর থাকলেই পাওয়া যাবে নাগরিকত্ব

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসীদের জন্য জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে চায় দেশটির জোট সরকার৷ এজন্য আইন পরিবর্তন করে নাগরিক হওয়ার পথ সহজ করার উদ্যোগ নিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

নাগরিকত্বের ব্যাপারে বুধবার দেশটির সংসদে এক যুগান্তকারী আইন পাস করেছে জার্মান সরকার।

জার্মানির বর্তমান কোয়ালিশন সরকার, জার্মান ভাষায় যাকে বলে আম্পেল বা ট্রাফিক সিগনাল সরকার নাগরিকত্ব নিয়ে নতুন আইন পাস করেছে।

এই নতুন আইনে কিছু নিয়মের মধ্যে কেউ তিন বছর জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করলে সে জার্মান নাগরিক হওয়ার অধিকার পাবেন বলে উল্লেখ করা হয়েছে। যা বিগত দিনে ছিল আট বছর ও ক্ষেত্র বিশেষে পাঁচ বছর ।

তবে নাগরিকত্ব পেতে হলে সবাইকে জার্মান ভাষায় দক্ষ হতে হবে মানে কম হলেই B1 লেভেল সমমানের জার্মান ভাষা শেখার সনদ থাকতে হবে, লাইভ ইন জার্মানি (জার্মানি আইনকানুনের সাধারণ ধারণা) ও সরকারি কোনো সাহায্য ছাড়া নিজের ওপর নিজে অর্থনৈতিকভাবে নির্ভরশীল হতে হবে।

এ ছাড়া কোনো মামলায় দোষী হলে বা জেল জরিমানা হলেও ক্ষেত্র বিশেষে নাগরিকত্ব অধিকার তার থাকবে না বা পাবে না।

তবে জার্মানিতে জন্ম নেওয়া শিশু সে জন্মসূত্রে জার্মান নাগরিক হবে তবে বাবা-মা একজন জার্মান বা তিন বছরের অধিক সময় স্থায়ীভাবে বসবাস করেন এবং কোনো কোনো ক্ষেত্রে বাবা-মায়ের একজনের জার্মানির স্থায়ী ভিসা আছে। যা আগে ছিল পাঁচ বছর।

নতুন আইনে যে কোনো বিদেশি দ্বৈত নাগরিকত্বও রাখতে পারবেন। এখানে জন্ম নেওয়া বড় হয়ে ১৮ বছর পর তার পছন্দমতো চাইলে বাবা বা মায়ের নাগরিকত্ব নিতে পারবেন । চ্যান্সেলর ওলাফ সোলস বলেন শিক্ষিত ও দক্ষ বিদেশিদের সুযোগ দিতে তাদের এই পদক্ষেপ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে জার্মানিতে বসবাসকারী এক কোটি ২০ লাখ মানুষ বা ১৪ শতাংশের জার্মান পাসপোর্ট নেই৷ এর মধ্যে দশ বছর বা তার বেশি সময় বসবাস করছেন এমন অভিবাসী ৫৩ লাখ৷

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ বছরের পর বছর বসবাসের পরও সমাজের মূল স্রোতে যুক্ত হতে পারছেন না৷ এ কারণে সমাজে তারা জার্মান নাগরিকদের মতো অংশগ্রহণ এবং অবদান রাখার সুযোগ পাচ্ছেন না৷

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button