আলোচিতচাকরি-বাকরি

অনলাইনে সরকারি চাকরির আবেদনে খরচ বাড়ল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : অনলাইনে সরকারি চাকরির আবেদন করলে এখন থেকে চাকরিপ্রত্যাশীদের আবেদনের ফিয়ের ওপর কমিশন ও মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে। তবে সরাসরি আবেদন জমা দিলে এই কমিশন ও ভ্যাট দিতে হবে না।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আবেদন ফি গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আবেদনের ফি এর ১০% কমিশন বাবদ এবং কমিশনের ওপর ১৫% ভ্যাট দিতে হবে।” এর আগে আবেদন ফি এর ওপর ১০% কমিশন নেওয়ার বিধান থাকলেও এই কমিশনের ওপর কোনো ভ্যাট ছিল না।

এখন থেকে প্রদেয় আবেদন ফি ৬০০ টাকা হলে এর সঙ্গে টেলিকম বাংলাদেশের সার্ভিস চার্জ ১০% বা ৬০ টাকা; এই ৬০ টাকার ওপর ১৫% বা ৯ টাকা ভ্যাট প্রদান করতে হবে।

দশম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ৫০০ টাকা। এর সঙ্গে ৫০ টাকা সার্ভিস চার্জ এবং ৭.৫০ পয়সা ভ্যাট যোগ হবে। আবেদন করতে লাগবে ৫৫৭.৫০ টাকা।

১১ ও ১২তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের ৩৩৪.৫০ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের ২২৩ টাকা ও ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরিপ্রত্যাশীদের ১১১.৫০ টাকা দিতে হবে।

বিভিন্ন গ্রেডে সরকারি চাকরির আবেদন ফি অপরিবর্তিত রয়েছে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব (নন-ক্যাডার) এর জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেড ৫০০ টাকা, ১১তম ও ১২তম গ্রেড ৩০০ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেড ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেড ১০০ টাকা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button