গাজীপুর

পূবাইলে পিকনিকে এসে মদপান করে ঢাকায় ফিরে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাড্ডা ও ভাটারা থানা এলাকার তিন যুবক নৌপথে পূবাইলে পিকনিকে এসে মদ পানের পর ঢাকায় গিয়ে তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

রোববার (২০ আগস্ট) তারা মারা গেছেন।

পুলিশ বলছে, গত শুক্রবার তারা বন্ধুরা মিলে পূবাইল এলাকায় পিকনিকে গিয়ে মদ পান করেছিলেন। এরপর তারা একে একে অসুস্থ হয়ে মারা গেছেন

জানা গেছে, নৌকায় করে বেরাইদ থেকে যাত্রা করে বালু নদী হয়ে পূবাইলে শুক্রবারের সেই ঘোরাঘুরি আর ডিজে পার্টির পিকনিক থেকে ফিরে তারা শনিবার অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই একজন এবং পরের দিন রোববার আরও দুইজন মারা যান।

তারা হলেন-মনির হোসেন (৩৫), সানি (২৫) ও হাসান (২২)। এদের মধ্যে শনিবার মারা যাওয়া মনির রিকশাচালক। বাকি দুইজনের পরিচিয় জানা যায়নি।

পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মো. শহীদুল্লাহ তিনজনের মৃত্যুর খবর শুনেছেন বলে জানিয়ে সংবাদ মাধ্যমকে  বলেন, তারা চোলাই মদ পান করেছিলেন। গাজীপুর গিয়েছিলেন, সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে তারা মারা যান বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, রোববার দুপুরে রিকশাচালক মনিরের লাশ ময়নাতদন্তের পর স্বজনরা নিয়ে যান। কুমিল্লার বুড়িচং উপজেলার জয়নাল আবেদিনের ছেলে মনির।

নিহত বাকি দুইজন এবং অসুস্থদের অনেকে রোববার সকাল থেকে দিনের বিভিন্ন সময় ঢাকার বাড্ডা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন।

এ হাসপাতালের ব্যবস্থাপক অবিনাশ মৃধা সংবাদ মাধ্যমকে জানান, অসুস্থরা পৃথকভাবে স্বজনদের সঙ্গে হেঁটেই হাসপাতালে আসেন। চিকিৎসকদের কাছে রোগের ইতিহাস হিসেবে বমি হওয়া, চোখে ঝাপসা দেখা এবং অস্বস্তির কথা জানান। চিকিৎসকদের তারা বলেন, শুক্রবার পিকনিকে গিয়ে কিছু খেয়েছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘রেফার্ড’ করে দেন।

স্থানীয়দের বরাতে বাড্ডা থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বাড্ডার স্বাধীনতা স্মরণীর রাসেলবাগ এলাকার শতাধিক ব্যক্তি নৌকায় করে বেরাইদ থেকে বালু নদীতে পিকনিকে যান। স্থানীয় কয়েক ব্যক্তি এর উদ্যোক্তা। জনপ্রতি চাঁদা ছিল দেড় হাজার টাকা। পিকনিকে অংশ নেওয়াদের মধ্যে অনেকেই রিকশাচালক, কেউ শ্রমিক ও দোকানের কর্মী।

পিকনিকের ওই নৌকায় ডিজে পার্টির ব্যবস্থা ছিল। গাজীপুরের পূবাইল এলাকায় গিয়ে শুক্রবার বিকাল ৫টার পর তারা মদপান করেন। রাত সাড়ে ১০টার দিকে নৌকাটি বেরাইদ ঘাটে ফিরে আসে। বাড়ি ফেরার পর থেকে তাদের অনেকেরই বমি হতে থাকে। শনিবার অনেকে আরও অসুস্থ হয়ে পড়েন।

বাড্ডার ওই এলাকার দোকানদার আব্দুল হাকিম সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয়দের উদ্যোগে প্রতি বছরই ওই এলাকার লোকজন নৌকায় করে পিকনিক করে। শুক্রবার এ বছরের পিকনিক ছিল। সেখানে ডিজে গানের তালে তালে নাচ, খাওয়া ও মদপানের আয়োজন ছিল। স্থানীয় শতাধিক নিম্ন আয়ের মানুষ এতে অংশ নেয়।

তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয়ভাবে খবর ছড়ালেও সুনির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই বলে তিনি জানান।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button