মেয়েদের বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
রোববার (২০ আগস্ট) সিডনিতে ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেছেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা।
বিশ্বকাপের আসরে এর আগে দুইবার অংশ নিয়ে শেষ ষোল পার হতে পারেনি স্পেন। এবারেও ঠিক কত দূর যাবে দলটি তা নিয়ে ছিল শঙ্কা। তবে একে একে সব পর্ব পেরিয়ে দলটি জিতে নিল শিরোপা।
স্বাগতিক অস্ট্রেলিয়া ছিটকে পড়ায় অনেকের ধারণা ছিল হয়তো দর্শক পাবে না নারীদের ফাইনাল ম্যাচ। কিন্তু ফুটবল রোমাঞ্চ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ৭৫ হাজার ৭৮৪ জন দর্শক।
ম্যাচের ২৯ মিনিটে দর্শকদের মাতিয়ে বা দিক থেকে বল পেয়ে বক্সের দিকে ছুটে আড়াআড়ি প্লেসিং শটে দলকে এগিয়ে দেন কারামোনা।
গোল শোধে বারবার চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে গোল করার মতো অবস্থায় যেতে পারেনি তারা। বরং স্পেনই পরিষ্কার সুযোগ তৈরি করতে পেরেছে। এভাবে ৬৬ মিনিটে প্রায়ই গোলের সুযোগ পায় দলটি। বক্সের ভেতর হ্যান্ড বল থেকে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত হয়। তবে তাতে গোল পায়নি স্পেন। ইংল্যান্ডের গোলরক্ষক ম্যারি ইরাপস ঠেকিয়ে দেন।
২০১৫ সালে কানাডায় বিশ্বকাপে অভিষেক হয়েছিল স্পেনের। সেবার বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। পরের আসরে গ্রুপপর্ব টপকে নকআউট পর্বে উঠে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে বিদায়। তবে তৃতীয় আসরে শিরোপা জিতে নিল তারা।
অপরদিকে ইংল্যান্ডের মেয়েরাও এই প্রথম ফাইনালে উঠেছিল। ইউরো চ্যাম্পিয়ন দলটিকেই ফাইনালের ফেবারিট মনে করা হচ্ছিল। কারণ ফিফা র্যাংকিংয়েও দুইধাপ ওপরে তারা। পরিবেশ যাই বলুক, মাঠের খেলার ফল হয়েছে উল্টো। ফলে শিরোপার আক্ষেপ নিয়েই ফিরতে হলো ইংলিশ নারীদের।