কুয়ায় পড়া গরু উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৫ জনের
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড প্রদেশে একটি কুয়ার দেয়াল ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রদেশের রাজধানী রাঁচি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের পিসকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এক টুইটবার্তায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, পিসকা গ্রামে একটি কুয়ার দেয়াল ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে আমি শোকাহত। ঈশ্বর যেন তাদের আত্মাকে শান্তি দেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময় পার করার সহ্যশক্তি দেন।
তবে ভারতীয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কর্মকর্তারা বলছেন, কুয়ার ভেতরে আটকে পড়া পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চলছে। মৃতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঁচির এসপি (গ্রামীণ) এইচ বি জামা বলেন, বৃহস্পতিবার দুপুরে একটি গরু কুয়ায় পড়ে যায়। ওই গরু উদ্ধার করতে গেলে কুয়ার দেয়াল ধসে ৯ জন ভেতরে পড়ে যান।
এর আগে ২০২১ সালের ২১ জুন ঝাড়খণ্ডের রামগড় জেলায় নির্মাণাধীন একটি কুয়ার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত এবং আরও দুজন আহত হয়েছিলেন।