দুই দেশ থেকে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাইলট প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন মিত্র দুই দেশ ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হয়; এ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এ বিষয়ক চিঠির কথা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াশিংটন থেকে এরই মধ্যে দেশ দুটিতে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। যা এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তরকে ত্বরান্বিত করবে বলে অনুমান করা হচ্ছে। অবশ্য এর আগে মিত্রদের কাছ থেকে অনুমোদন নিতে হবে যুক্তরাষ্ট্রের।
ব্লিঙ্কেন ওই চিঠিতে জানান, ইউক্রেনে এফ-১৬ জেট হস্তান্তর ও যোগ্য প্রশিক্ষকদের মাধ্যমে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।
আরো বলা হয়, চলমান ‘রাশিয়ান আগ্রাসন’ ও সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে আক্রমণে নিজেকে রক্ষা করতে সক্ষম ইউক্রেন।”
গত মে মাসে ইউক্রেনীয় পাইলটদের জন্য এফ-১৬ প্রশিক্ষণ কর্মসূচি অনুমোদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেনমার্ক ছাড়াও রোমানিয়াতে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা ছিল। ওই সময় রাশিয়া দাবি করে, ইউক্রেনে এফ-১৬ সরবরাহ করা পশ্চিমা দেশগুলোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।
সম্প্রতি ইউক্রেন বলেছিল, যে গতিতে অনুমোদনের প্রক্রিয়া চলছে তাতে শরৎ বা শীতের মধ্যে তারা জেট ব্যবহার করতে পারবে না। এর একদিন পর মার্কিন অনুমোদন এল।