আলোচিতজাতীয়

বিমানের এক টিকিটেই যাওয়া যাবে জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল ঘিরে বিভিন্ন মহাদেশে গন্তব্য বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সমৃদ্ধ করছে আন্তর্জাতিক নেটওয়ার্ক। বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে শেয়ার করছে কোড। এতে বিমানের একটি টিকিট দিয়েই ভ্রমণ করা যাবে জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ দূরদূরান্তের বিভিন্ন দেশে। এ লক্ষ্যে বেশ কয়েকটি উড়োজাহাজ পরিচালনা সংস্থা ও কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে।

জানা গেছে, শাহজালালে নতুন আরেকটি টার্মিনাল প্রস্তুত হওয়ায় অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। সেগুলো কাজে লাগাতে বিমানের বিদ্যমান উড়োজাহাজের বহর দিয়েই আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে। যেসব রুটে সরাসরি ফ্লাইট চালু আছে, সেগুলো নিয়মিত করা হচ্ছে। যেগুলো স্থগিত ছিল, সেগুলোও চালু করা হচ্ছে। এ ছাড়া যেসব রুটে বিমানের সরাসরি ফ্লাইট নেই, সেই গন্তব্যগুলোয় যাত্রীদের পৌঁছে দেওয়া হবে কোড শেয়ারিংয়ের মাধ্যমে। একটি নির্দিষ্ট বিমানবন্দর পর্যন্ত সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বহন করবে রাষ্ট্রীয় এই সংস্থার উড়োজাহাজ। সেখান থেকে চুক্তিবদ্ধ এয়ারলাইন্সগুলো যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে। একই সেবা বিমানের কাছ থেকেও নিতে পারবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

বিমানের কয়েক কর্মকর্তা জানান, আগামী ১ সেপ্টেম্বর চালু হচ্ছে জাপানের নারিতা রুটে সরাসরি ফ্লাইট। গত বছর চালু হয়েছে ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট। অনেক আগে থেকেই যাত্রী আনা-নেওয়া চলছে ঢাকা-লন্ডন রুটে। পরিকল্পনায় আছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট। এ ছাড়া করোনার কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ১৪ সেপ্টেম্বর চালু হচ্ছে চীনের গুয়াংজু রুটে বিমানের সরাসরি ফ্লাইট। তবে যাত্রীর চাহিদা থাকলেও যেসব গন্তব্যে ফ্লাইট শুরু করা সম্ভব হচ্ছে না, সেই পথে অন্য এয়ারলাইন্সের সঙ্গে কোড শেয়ার করা হচ্ছে। এতে যাত্রীরা বিমানের টিকিট দিয়েই ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় ভ্রমণ করতে পারবেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, কোড শেয়ারিং একটি সময়োপযোগী সুবিধা। এতে টিকিট বিমানের কাটলেও অন্য এয়ারলাইন্সের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে আফ্রিকা ও ইউরোপের বাজার ধরতে এরই মধ্যে গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ারিং চুক্তি হয়েছে। এর মাধ্যমে এয়ারলাইন্সটি আফ্রিকা, এশিয়া ও ইউরোপজুড়ে ২৮টি দেশে ৫৯টি গন্তব্যে বিমানের যাত্রীদের ভ্রমণের সুযোগ দেবে। আরও কয়েকটি বড় এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা আছে।

 

সূত্র: সমকাল

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button