গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের মজলিশপুর এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আসামুদ্দিন মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহত আসামুদ্দিন মোল্লা কুড়িগ্রামের রাজারহাট থানার সিনাইহাট এলাকার কালুয়ারচর গ্রামের মৃত পাশান মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৮টার দিকে আসামুদ্দিন মোল্লাসহ দু’জন মজলিশপুর এলাকায় সেলু নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তাদের নৌকাটি মজলিশপুর ব্রিজের পাশে পৌঁছালে এলাকাবাসী তাদের ডাকাত সন্দেহ করে ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় এলাকাবাসী স্টিলের তৈরি আরেকটি নৌকা দিয়ে তাদের নৌকায় উপর উঠিয়ে ধাক্কা দেয়। পরে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। ওই সময় ঘটনাস্থলে আসামুদ্দিন মারা যায়। পরে তার সাথে আসা অন্য ব্যক্তি দূরে গিয়ে পুলিশে খবর দেয়। খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, দুই ব্যক্তি নৌকা নিয়ে মাছ ধরতে যায় মজলিশপুর এলাকায়। এ সময় এলাকাবাসী তাদের ডাকাত সন্দেহ করে ইট পাটকেল ছুড়ে ও গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।