গাজীপুর

কাপাসিয়ায় ড্রামট্রাক চাপায় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় বালুভর্তি ড্রামট্রাকের চাপায় সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (৪ আগস্ট) সকাল পৌণে ১০টার দিকে গাজীপুর-কাপাসিয়া সড়কের কোটবাজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতর সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত মো: আব্দুস সাহিদ শেখের ছেলে।সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক এবং দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্তব্যরত ছিলেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফুল কবির সংবাদ মাধ্যমকে বলেন, সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন গাজীপুর শহরের পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেলযোগে গাজীপুর-কাপাসিয়া সড়কের হয়ে কাপাসিয়ার পাবুর এলাকায় তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া এলাকয় পৌঁছালে বালুভর্তি একটি ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button