গাজীপুর

গাজীপুরে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ : নিহত ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ির বাইমাইল এলাকায় একটি মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আরও ৮জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শাহ আলম (৩০) ও জুয়েল মিয়া (৩২)। শাহ আলম নীলফামারী সদর থানার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার মেকানিক্যাল পদে চাকরি করতেন। জুয়েল মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সকালে কাশিমপুর এলাকা থেকে মাইক্রোবাসে করে ১০ জন কিশোরগঞ্জের নিকলীতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হন। পথে বাইমাইল এলাকায় এলে চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি সামনে ও পাশে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button