গাজীপুরমেট্রো পুলিশ
জিএমপি’র দুই থানার ওসি বদল

নিজস্ব সংবাদদাতা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দুই থানার ওসি পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট) জিএমপি’র সদর দপ্তর এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি কমিশনার মাহবুব আলমের পক্ষে উপকমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎ মিশ স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বাসন থানার অফিসার (ইনচার্জ) সানোয়ার জাহানকে জিএমপি’র গোয়েন্দা শাখার দক্ষিণ বিভাগে বদলি করে তার স্থলে পরিদর্শক আবু সিদ্দিককে বাসন থানার ওসি’র দায়িত্ব দেয়া হয়েছে।
অপরদিকে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলামকে জিএমপি’র গোয়েন্দা শাখার দক্ষিণ বিভাগে বদলি করে তারস্থলে পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।