আন্তর্জাতিক

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তা কর্মীর এলোপাতাড়ি গুলি, পুলিশসহ নিহত ৪

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ভোরে মহারাষ্ট্রে একটি চলন্ত ট্রেনে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেল পুলিশ (আরপিএফ)-এর সদস্যকে তাৎক্ষণিক আটক করা হয়েছে।

নিহতদের একজন পুলিশের সাব-ইন্সপেক্টর। কেন এই ঘটনা ঘটালো, তাকে জিজ্ঞাসাবাদ করছে প্রশাসন।

আরপিএফ জানিয়েছে, জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসের (১২৯৫৬) এর ভেতরে হঠাৎ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের (এসআই) সহ চারজন নিহত হন।

রেলের পক্ষ থেকে জানা গেছে, সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে যখন ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল, নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন রেলওয়ের নিরাপত্তা কর্মী। অভিযুক্তের নাম চেতন সিংহ।

কর্মকর্তাদের বরাতে পিটিআই জানিয়েছে, তার সিনিয়রকে হত্যার পর ট্রেনের আরও ৩ যাত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

পুলিশ সূত্রে জানা গেছে, মানসিকভাবে সুস্থ ছিলেন না অভিযুক্ত পুলিশ সদস্য। কিছুদিন ধরে কর্তৃপক্ষের কাছে ছুটি চাইছিলেন। তাকে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button