আলোচিত

ভবিষ্যতে চাকরির আবেদনে সত্যায়নের প্রয়োজন হবে না

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভবিষ্যতে সরকারি চাকরির আবেদনপত্র বা নথিপত্র সত্যায়নের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (৩০ জুলাই) ঢাকার সচিবালয়ের গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডাটা দেখে নিতে পারছেন।”

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নাম্বার থাকবে। সেই কোডটা দিলে কিন্তু সার্টিফিকেট অরিজিনাল কি না, দেখে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয়, এটা (সত্যায়ন) অল্প দিনের মধ্যেই উঠে যাবে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে।”

তিনি বলেন, “আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজ করে দেবো, যাতে কারো ভোগান্তি না থাকে।”

বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button