পাকুন্দিয়ায় ‘অনন্যা’ পরিবহনের বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে সিএনজি অটোরিকশা ও অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ছয়টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাহাদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনই সিএনজি অটোরিকশার যাত্রী, তারা হলেন, কাপাসিয়ার খোদাদিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে সোহেল (৩০) এবং রাবেন্দ্র চন্দ্র মল্লিক ছেলে সুশান্ত চন্দ্র মল্লিক (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার এসআই রাসেল কবির জানায়, গাজীপুরের কাপাসিয়ার খোদাদিয়া এলাকা থেকে পাঁচজন সিএনজি অটোরিকশায় করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় একটি পুকুরে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জে মহাসড়কের পাকুন্দিয়ার বাহাদীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাশ থেকে চাপ দিলে সড়কের সঙ্গে থাকা বিদুৎ এর একটি খুঁটির সঙ্গে চাপা খেয়ে ঘটনাস্থলেই সোহেল মারা গেছে।
সুশান্তকে চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে গাজীপুরে পৌঁছালে মারা যায়।
এর প্রতিবাদে ওই মহাসড়কে আশপাশের সাধারণ মানুষ সকল যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।