গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপির পর সমাবেশের তারিখ বদলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ৩ সংগঠন। তারাও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারে সমাবেশ করবে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশ করার কথা ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের। তবে, সমাবেশের স্থান সম্পর্কিত জটিলতায় তারা সমাবেশের তারিখ পরিবর্তন করেছে।
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের সমাবেশ শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে করবে।
বুধবার রাতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
তিনি বলেন, ‘বাণিজ্যমেলার মাঠের পরিস্থিতি সমাবেশের অনুপোযোগী থাকায় সমাবেশের তারিখ একদিন পেছাতে হয়েছে।’
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করে ঘোষণা দেন, দলটির মহাসমাবেশ বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বিএনপির চাওয়া ছিল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার। দিনটি ‘কর্মদিবস’ উল্লেখ করে এ দুই ভেন্যুতে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।
মির্জা ফখরুল জানিয়েছেন, বিএনপি শুক্রবারের মহাসমাবেশ তাদের নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনেই করতে চায়।