আন্তর্জাতিক

বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রে ১,৫০০ ফ্লাইট বাতিল

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ঝড়বৃষ্টির কারণে প্রায় ১,৫০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সপ্তাহের শেষ থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে গত রোববার (১৬ জুলাই) পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সির প্রধান বিমানবন্দরগুলোতে বহু ফ্লাইট বাতিল ও অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ফ্লাইট-ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের মতে, রোববার পর্যন্ত ৩৬২টি ফ্লাইট বাতিল ও ৩৩৭টি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে। এর জেরে, নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বিড়ম্বনার মুখে পড়েছে।

নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল ও ৪২৬টি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।

শহরের আরেক বিমানবন্দর লাগোয়ার্দিয়া বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ২৭০-এ পৌঁছেছে।

রবিবার ঝড়বৃষ্টির কারণে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ হয়ে গেছে। ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে, সেখানে ২৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে দেশটির উত্তর-পূর্বে ৫৬ মিলিয়নের বেশি মানুষ বন্যার কারণে ভোগান্তিতে পড়েছে।

রোববার ভারী বৃষ্টিপাতের কারণে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ডেলাওয়্যার এবং মেরিল্যান্ডের কিছু অংশে আকস্মিক বন্যা তৈরি হয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাটসহ নানা নাগরিক সুবিধা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button