খেলাধুলা

নতুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে মেসি

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : বজ্রঝড়, বৃষ্টি আর দমকা বাতাসে শঙ্কা জেগেছিল অনুষ্ঠান বাতিলের। সমর্থকদেরও পোহাতে হয়েছে অনেক দুর্ভোগ। একটা সময় অনুষ্ঠান বাতিলের শঙ্কাও তৈরি হয়। কিন্তু ফুটবল জাদুকরের পা মায়ামির স্টেডিয়ামে পড়তেই থেমে যায় বৃষ্টি, উচ্ছ্বসিত সমর্থকদের চিকিৎকারের মাঝখান থেকে বেরিয়ে আসেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন মহাতারকা মাঠে প্রবেশ করার কিছুক্ষণ পরই শুরু হয় অনুষ্ঠান। গানের সুরে সুরে তাকে বরণ করে নেওয়া হয় তাকে। তুলে দেওয়া হয় মায়ামির ১০ নম্বর জার্সিটি। সমর্থকের ভালোবাসায় আপ্লুত মেসি বলেন, ‘প্রথমত, আমি আপ্লুত আপনাদের এই ভালোবাসা দেখে। তাই মায়ামির সব মানুষকে অনেক ধন্যবাদ। আমি এখানে এসে আপনাদের সঙ্গে থাকতে পারব, এটা ভেবেই আমার ভালো লাগছে। আমাকে স্বাগত জানানোর জন্য জোসে মাস ও ডেভিড বেকহামকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার জন্য সবকিছু সহজ করে দিচ্ছে, আমি আসার আগে থেকেই শহরটা কেমন দর্শনীয় হয়ে উঠেছে।

আপাতত মায়ামির সঙ্গে ২ বছর ৬ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মেসি। তবে এই মেয়াদ শেষে দুপক্ষের সম্মতিতে আরও চুক্তি নবায়নের সুযোগ থাকছে আরও এক বছরের। লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ২১ জুলাই প্রথম ম্যাচটা খেলবেন মেসি।

অনেকের আগ্রহের কেন্দ্রতে রয়েছে মায়ামিতে আর্জেন্টাইন তারকার আয় কত হবে? মেসির সঙ্গে মায়ামির চুক্তিটা অন্য সাধারণ চুক্তির মতো নয়। বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে বছরে পাঁচ-ছয় কোটি ডলার পাবেন মেসি।

এর বাইরে মেজর লিগ সকারের পৃষ্ঠপোষক ও অন্য অংশীদারদের কাছ থেকেও টাকা পাবেন তিনি। অ্যাপল টিভি এবং অ্যাডিডাসের কাছ থেকে টাকা পাবেন মেসি। সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের আয় কত হবে, সেটা এখন আন্দাজ করা কঠিন।

মেসি কতটা ইংরেজি পারেন, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০২১ সালে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইংরেজি বোঝেন, তবে বলেন না। এখন পর্যন্ত তাকে খুব বেশি ইংরেজি বলতেও দেখা যায়নি। এমনকি ইন্টার মায়ামির পরিচিতিমূলক ভিডিওটিতেও তিনি কথা বলেছেন স্প্যানিশ ভাষাতে। ভবিষ্যতে তিনি নিয়মিত ইংরেজি বলেন কি না, সেটা দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে।

আরও একটি বড় প্রশ্ন হচ্ছে মেজর লিগ সকারে মেসির ম্যাচগুলো কীভাবে দেখা যাবে।

অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বিশ্বজুড়েই মেজর লিগ সকারে মায়ামির ম্যাচ দেখা যাবে। এ ছাড়া কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button