গাজীপুরে চাকরির ইন্টারভিউ দিতে লাইনে দাঁড়িয়ে ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকুুরীর ইন্টারভিউ দিতে গিয়ে ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ ও ট্রাকের হেলপারকে গ্রেপ্তার করেছে।
শনিবার ১(৫ জুলাই) সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া থানার গÐা এলাকার রুহুল আমিনের স্ত্রী বিপাশা আক্তার (২৫) এবং সিরাজগঞ্জ সদরের বাহুতা এলাকার মাসুদের স্ত্রী আশা আক্তার (২৩)। তারা দুজনেই পরিবারের সঙ্গে মহানগরের বাইমাইল এলাকায় বসবাস করতেন।
জিএমপি’র কোনবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন ও স্থানীয়রা জানান, আশা ও বিপাশা সকালে বাইমাইল এলাকায় কাশেম জেন্স লিমিটেড কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে যায়। সেখানে ওই কারখানায় গেটের বাহিরে সড়কের পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সকাল পৌণে ৯ দিকে ওই সড়ক দিয়ে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে বিপাশা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহতাবস্থায় আশা আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।