শিক্ষা

‘টিউশন ফি’ ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ রয়েছে যেসব দেশে

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : ভালো ক্যারিয়ার গড়ার আশায় উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আশা কমবেশি সবারই থাকে। অনেকের ভাবনায় থাকে বিদেশে পড়াশোনা করার।

শিক্ষাব্যবস্থা এবং খরচের হিসাব মিললেই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান অনেকেই। কেউ কেউ বৃত্তি পেয়ে পাড়ি জমান বিদেশে। কেউ কেউ নিজ খরচেও পড়তে যান বা যেতে চান।

তবে বিশ্বে এমন কিছু দেশ আছে, যেসব দেশের বিশ্ববিদ্যালয় বিনা খরচে পড়ার সুযোগ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু দেশ সম্পর্কে-

জার্মানি
অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। দেশটি বিদেশি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় একটি গন্তব্য। দেশটির অধিকাংশ বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনিক ফি নেয়, কিন্তু কোনো টিউশন ফি নেয় না।

চেক প্রজাতন্ত্র
ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত মানতে হয় বিদেশি শিক্ষার্থীদের। তাদের চেক ভাষায় কথা বলতে জানতে হবে বা চেক প্রজাতন্ত্রের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রির জন্য ভর্তি হতে হবে।

নরওয়ে
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় যেসব শিক্ষার্থী ভর্তি হন, তাদের কোনো টিউশন ফি লাগে না। নামমাত্র প্রশাসনিক ফি দিয়েই পড়াশোনা করতে পারবেন দেশটিতে।

সুইডেন
সুইডেন ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান ইকোনমিক এলাকায় মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না। এছাড়া সুইডেনে বিদেশি সব শিক্ষার্থী বিনা ফিতে পিএইচডি করতে পারেন।

আর্জেন্টিনা
আর্জেন্টিনার অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কোনো টিউশন ফি দিতে হয় না। বিদেশি শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button