মেষের ব্যবসায় ভালো সময়, মিথুনের ধর্মে মনোনিবেশ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে। বাসায় অতিথি আগমন। গঠনমূলক চিন্তা-ভাবনা।
বৃষ: (২১ এপ্রিল–২১ মে)
কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে।
মিথুন: (২২ মে–২১ জুন)
ব্যয় সংযতহীন। দাম্পত্যে মতবিরোধ। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। প্রেমযোগ শুভ। ধর্মে মনোনিবেশ।
কর্কট: (২২ জুন–২২ জুলাই)
কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা আসতে পারে। চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে। প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা।
সিংহ: (২৩ জুলাই–২৩ আগস্ট)
আর্থিক উন্নতি। সাংসারিক শান্তি বজায় থাকবে। অযথা সমস্যায় জড়ানোর সম্ভাবনা। প্রেমযোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে জটিলতা আসতে পারে। সম্পত্তি কেনাবেচার সময়টা শুভ সময়। যাত্রাযোগ বাধা। ধর্মে মনোনিবেশ।
তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
গ্রহের প্রভাবে মনে বিরক্তভাব দেখা দিতে পারে। প্রেমে বিবাদ। শিক্ষায় বাধা। ব্যয় বৃদ্ধির যোগ আছে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
নতুন কোনো কর্মের সন্ধান আসতে পারে। দাম্পত্যে অশান্তি। প্রতিবাদী মনোভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
কর্মস্থানে মেজাজ নিয়ন্ত্রনহীন হয় পড়তে পার। আর্থিক টানাপোড়েন। দাম্পত্যে শুভ। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। কর্ম জগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনো অংশে ব্যাথা সৃষ্টি হতে পারে।
কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
প্রেমে প্রতারিত হওয়ার যোগ আছে। ব্যবসায়ে মুরুব্বির পরামর্শে শুভ। কর্মে শুভ। ধার্মিক বাতাবরণে আবদ্ধ।
মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো প্রকার উপকার পেতে পারেন। দাম্পত্যে শান্তি। মাস শেষে ভালো সময় আসছে।