জাতীয়

সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। পরে তিনি এই বৈঠক নিয়ে টুইট করেছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই)  সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন উজরা জেয়া।

বৈঠক নিয়ে করা টুইটে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ৫০ বছরেরও অধিক সময়ের অংশীদারিত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

টুইটে উজরা জেয়া আরও বলেন, বাংলাদেশের জনগণের একটি সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে চার দিনের সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় নয়া দিল্লি থেকে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর উজরা জেয়া যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করছেন।

উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান্ড লু। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ের সঙ্গে মানবাধিকার, শ্রমিক অধিকার, নির্বাচন ও রোহিঙ্গা সঙ্কট রয়েছে তার সফরের আলোচ্য সূচিতে।

বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বেশ সরব রয়েছে যুক্তরাষ্ট্র। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তকারীদের উপর বিধি-নিষেধ আরোপ করে নতুন ভিসা নীতিও ঘোষণা করেছে দেশটি।

বছর শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজরা জেয়ার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।

সফরের দ্বিতীয় দিন বুধবার কক্সবাজারের উখিয়ায় কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন আজরা জেয়া এবং তার প্রতিনিধিদল। তারা রোহিঙ্গাদের মুখ থেকেই তাদের কথা শোনেন। এসময় তাদের কাছে দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানান রোহিঙ্গা শরণার্থীরা।

বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে।

রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন আজরা জেয়া।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button