আন্তর্জাতিকসারাদেশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে শামীম শিকদার (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১০ জুলাই) আফ্রিকান স্থানীয় সময় রাত ৮টার দিকে জোহানসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শামীম শিকদারের শ্যালক প্রবাল হোসেনের বরাত দিয়ে তার চাচাতো ভাই আবদুল জলিল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

শামীম শিকদার মাদারীপুরের শিবচর পৌরসভার ঠেঙ্গামারা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্বজনরা জানান, ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম। গত বছর অক্টোবরে ছুটিতে বাড়ি এসে নভেম্বরের শেষ দিকে আবার চলে যান সেখানে। জোহানসবার্গে তিনি ও তার শ্যালক প্রবাল মুদি দোকান পরিচালনা করতেন। সোমবার রাতে তারা দোকানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে সন্ত্রসীরা। চাঁদা দিতে অস্বকৃতি জানালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় শামীম শিকদারকে উদ্ধার করে স্থানীয় ফজলুরাস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আনিছ শিকদার সংবাদ মাধ্যমকে বলেন, “বাবায় আমাগো নিয়ে ভালো থাকতে বিদেশে গেছে। সাত মাস আগে ছুটি শেষে আবার ওই দেশে গেল। কাল রাতে আমাগো কাছে ফোন আসে আমার বাবায় নেই।”

ছেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button